রাতভর ঘেরাও থাকার পর ইস্তফা দিলেন বিশ্বভারতীর রেজিস্ট্রার আশিস আগরওয়াল। ছাত্র আন্দোলনের ১৬ দিনের মাথায় ইস্তফা দিয়ে দিলেন তিনি । উপাচার্যের সঙ্গে মতানৈক্যর জন্যই এই পদত্যাগ বলে জানা গিয়েছে । অন্যদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় পড়ুয়ারা । বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ বলেন, “ইস্তফা দিয়েছেন রেজিস্ট্রার। উপাচার্যের কাছে সেই পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি ৷ কী কারণে ইস্তফা, সেটা বলতে পারব না ।” আজ ষোলো দিনব্যাপী হোস্টেল খোলা ও অফলাইন পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্বভারতীর পড়ুয়ারা। আন্দোলনের জেরে ক্যাম্পাসে এখনও অচলাবস্থা অব্যাহত।