তিন দিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী। আজ তৃতীয় দিনে পাহাড়ের রাস্তায় প্রাতঃভ্রমণে বেরিয়ে স্বনির্ভর গোষ্ঠির মহিলাদের সঙ্গে মোমো বানাতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রিচমন্ড হিলস থেকে বেরিয়ে ম্যাল হয়ে হাঁটতে শুরু করেন । সঙ্গে ছিলেন উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রকাশ সিং, জেলাশাসক এস পুন্নমবলম । পথে চোখে পড়ে কয়েকজন মহিলার মোমো বানানোর দৃশ্য ৷ তাঁদের সঙ্গে গল্প জুড় দেন, চা খান । তাঁদের সঙ্গে নিজেও মোমো বানানোয় হাত লাগালেন এবং মোমো বানালেন তৃণমূল সুপ্রিমো । এই সুযোগে পাহাড়ের মহিলাদের থেকে তাঁদের সমস্যা জেনে নেন তিনি । এরপর জেলাশাসককে ওই মহিলাদের মোমোর দোকান তৈরি করে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । নিজে ওই দোকানে চা বানিয়ে সবাইকে খাওয়ান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাতঃভ্রমণের শেষে একটি হোটেলে সকালের জলখাবার খাওয়ার সময় মন্ত্রী ইন্দ্রনীল সেনের গলায় গান শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজেও গলা মেলালেন ।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগও সারেন তিনি৷ সেখানে অগণিত মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। করোনা পরিস্থিতির পরে ব্যবসা কেমন হচ্ছে তা জিজ্ঞেস করলেন ব্যবসায়ীদের। কথা বললেন টুরিস্টদের সঙ্গেও।