আগামী ২০ এবং ২১ এপ্রিল নিউটাউনে বসছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর ৷ দুই দিনের এই বাণিজ্য সম্মেলনে যোগ দিতে ব্রিটেন থেকে আসছে ৪৯ সদস্যের একটি প্রতিনিধিদল ৷ এছাড়াও দেশ, বিদেশের একাধিক শিল্পপতির যোগ দেওয়ার কথা এই বাণিজ্য সম্মেলনে ৷ এই শিল্প সম্মেলনের মঞ্চ থেকে বিনিয়োগকারীদের সামনে রাজ্যের বদলে যাওয়া শিল্প পরিস্থিতি, উন্নত পরিকাঠামো ও কর্মসংস্কৃতির দিকগুলি তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় ৷ রাজ্যে কর্মসংস্থান বাড়াতে ও বাংলাকে শিল্প মানচিত্রে তুলে ধরতে তাই এই বাণিজ্য সম্মেলনকেই পাখির চোখ করছে রাজ্য প্রশাসন ৷ মূলত এই শিল্প সম্মেলনের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে বাংলাকে একটু আলাদা ভাবে উপস্থাপন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী । শিল্প পরিকাঠামো, সুদক্ষ ও পরিশ্রমী শ্রমিক, খনিজ দ্রব্য এবং কাঁচামালের ভান্ডার নিয়ে বাংলা তাঁদের জন্য অপেক্ষা করছে বলে শিল্পপতিদের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।