জেলা

নলহাটিতে আগুনে ভস্মীভূত ৫টি দোকান

আজ সাতসকালে নলহাটিতে আগুনে ভস্মীভূত হল ৫টি অস্থায়ী দোকান। বোলপুর রাজগ্রাম রোডের  সাহেব বাগান এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ ভোর সাড়ে চারটে নাগাদ এই আগুন লাগে বলে ব্যবসায়ীদের দাবি।  দমকল আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় দোকানগুলি। ইদের মুখে এই ঘটনায় দিশেহারা ব্যবসায়ীরা। ইলেকট্রিক শট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।