গত বছর অর্থাৎ ২০২১ সাল থেকেই শোনা গিয়েছিল যে, বলিউডে ফের পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যদিও বলিউডে বেশ কয়েকটি কাজ করেছেন নায়ক এর আগেও, যার মধ্যে রয়েছে, ‘সাংহাই’ ও ‘আঁধিয়া’। ফের একবার বলিউডে বুম্বা দা। তবে এবার সিনেমা নয়, বলিউড ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করতে চলেছেন নায়ক। অবশ্য বলাই বাহুল্য, কাহিনী অনুযায়ী তিনি অভিনয় বেছে নিয়েছেন এই ওয়েবসিরিজের। সিরিজের নাম, জুবলি। সঙ্গে রয়েছে অদিতি রাও হায়দরি ও অপারশক্তি খুরাণা, ওয়ামিকা গাব্বি। পরিচালক বিক্রমাদিত্য মোতয়ানে। তবে এবার প্রসেনজিৎ-এর বলিউড সফর হতে চলেছে, তিনি নিজেই শোনাবেন স্বাধীনতার পরবর্তী বলিউড তৈরির ইতিহাস। যদিও পুরোটাই কাল্পনিক। ছবির চিত্রনাট্যে তৈরি করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে ও সৌমিক সেন।
এদিন প্রযোজনা সংস্থার তরফ থেকে প্রকাশ্যে আনা হল অভিনেতার লুক। বৃহস্পতিবার মোট ২৯টি নতুন প্রজেক্টের কথা ঘোষমা করেছে অ্যামাজন প্রাইম ভিডিও । সেই তালিকায় রয়েছে মন্টু পাইলট খ্যাত পরিচালক দেবালয় ভট্টাচার্যের প্রথম হিন্দি সিরিজও- পিআই মিনা। যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন ‘আ সুইটেবল বয়’ খ্যাত অভিনেত্রী তানিয়া মানিকতলা।এছাড়াও রয়েছেন যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, সমীর সোনির মতো অভিনেতারা।
শাহরুখ খান থেকে অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত থেকে জুহি চাওলা, শাহিদ কাপুর থেকে নওয়াজউদ্দিন সিদ্দিকী, সোনাক্ষী সিনহা থেকে শিল্পা শেট্টি সকলকেই দেখতে পাবেন আমাজন প্রাইম ভিডিয়ো অ্যাপে। ‘মির্জাপুর’, ‘মুম্বই ডায়েরিজ’, ‘ব্রেদ: ইনটু দ্য শ্যাডোজ’, ‘পঞ্চায়েত’, Four More Shots please -এর মতো জমজমাট শোর নয়া সিজন তো আনা হচ্ছেই। পাশাপাশি, ‘ফর্জি’, ‘অধুরা’, ‘ধুত’, ‘কল মি বে’, ‘ক্র্যাশ কোর্স’, ‘দাহার’-এর মতো নয়া কনটেন্টও আনছে এই স্ট্রিমিং অ্যাপ।