দুর্গাপুজোর স্বীকৃতির অনুষ্ঠানে মমতার মতোই আমন্ত্রণ পেল না শিল্পী-পুজোকমিটি গুলি
ইউনেস্কোর কলকাতার দুর্গাপুজোকে ‘হেরিটেজ’ স্বীকৃতি উপলক্ষে আয়োজিত কেন্দ্রের অনুষ্ঠানে বাংলাকে ব্রাত্য রাখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, বাংলার প্রচেষ্টাতেই রাজ্যের শ্রেষ্ঠ উৎসব এই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। কেন্দ্রের নাম না করে তিনি বলেন, এতে আর কারও অবদান নেই। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আজ, শুক্রবার সন্ধ্যা ৬টায় দুর্গাপুজোর ‘হেরিটেজ’ স্বীকৃতিলাভ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করছে সংস্কৃতি মন্ত্রক। কিন্তু কলকাতার বুকে হতে চলা এমন একটি অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম নেই মুখ্যমন্ত্রীর এবং রাজ্য সরকারের অন্য কোনও প্রতিনিধির! এমনকী, দুর্গাপুজো কমিটিগুলির ফোরামের প্রতিনিধিরাও আমন্ত্রণ পাননি! বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘দশ বছর ধরে দুর্গাপুজোর প্রচার করেছি আমরা। রেড রোডে হয়েছে বর্ণাঢ্য কার্নিভাল। পুজো কমিটিগুলি যেভাবে উদ্যোগ নিয়েছে, ইউনেস্কোর এই স্বীকৃতি তারই ফল। আমরা চেষ্টা করতে করতেই এই সাফল্য পেয়েছি। এতে অন্য কারও অবদান নেই।’ বিজেপি নেতাদের নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকে বাংলার নামে কুৎসা করার জন্য বলেন, এখানে নাকি দুর্গাপুজো ও সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। ওঁরা আসলে কিছুই জানেন না। শুধু পলিটিক্স করেন।’