দেশ

অসমে বন্যার জেরে ট্রেনের ভিতরে আটকে থাকা ১১৯ জন যাত্রীকে উদ্ধার করলো বায়ুসেনা

অসমে লাগাতার বর্ষণে জলের তলায় চলে গিয়েছে ৬টি জেলা। একাধিক গ্রাম প্রায় নিশ্চিহ্ন। সরকারি পরিসংখ্যান বলছে প্রায় ৪০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে বহু মানুষ। এই অবস্থায় বিপদের হাত থেকে রক্ষা পেল ১১৯টি প্রাণ। অসমে ভয়ঙ্কর বৃষ্টির জেরে গন্তব্যে যাওয়ার আগেই মাঝপথে থেমে যায় শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস। ট্রেনের ভিতর ছিলেন ১১৯ জন যাত্রী। রেলের তরফে জানিয়ে দেওয়া হয়, গন্তব্যে পৌঁছন সম্ভব নয়। কারণ চাচর জেলায় প্রবল বৃষ্টির জেরে পুরো রেল লাইনটি জলের তলায় চলে গিয়েছে। তাই  শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস মাঝপথেই যাত্রা বন্ধ করে দেয়। অন্যদিকে বাইরে চলছে প্রকৃতির তাণ্ডবলীলা। সেই অবস্থায় ট্রেনের ভিতর সমস্ত যাত্রী প্রাণ ভয়ে কাঁপছে। এরপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর, স্থানীয় প্রশাসনের উদ্যোগে হাজির হয় বায়ুসেনার আধিকারিকরা। বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে ১১৯ জন যাত্রীকে কপ্টারে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সমস্ত যাত্রীকেই সুরক্ষিত রয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। এদিকে অসমে প্রবল বৃষ্টির জেরে একাধিক জেলায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। রেললাইনে ধস নেমে বন্ধ ট্রেন চলাচল। ভেঙে গিয়েছে একাধিক ব্রিজ। সড়কপথ পরিণত হয়েছে নদীপথে। সূত্রের খবর, জলের তোড়ে নতুন করে ৮০টি বাড়ি ভেসে গিয়েছে। উদ্ধারকাজে নামানো হয়েছে আধাসেনা ও এসডিআরএফ বাহিনীকে।