বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দেওয়ার দাবিতে স্নাতক পড়ুয়াদের বিক্ষোভের আঁচ আরও বাড়ল। মঙ্গলবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে দরজায় লাথি মারা থেকে বিভিন্ন ক্যাম্পাসে পড়ুয়াদের প্রতিবাদে শামিল হওয়ার ছবি দেখা গেল। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসও অনলাইন পরীক্ষার দাবিতে উত্তাল হয়। বর্ধমান ও বীরভূমেও একই দাবিতে ক্ষোভ দেখিয়েছেন পড়ুয়ারা। উল্লেখ্য, রাজ্যের শাসকদলের ছাত্র ও অধ্যাপক সংগঠনও আগেই অনলাইন পরীক্ষার দাবি তুলেছে। তবে কোন মোডে পরীক্ষা হবে তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষকে ঠিক করার দায়িত্ব দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। তবে এ বিষয়ে এদিন তৃণমূল ছাত্র পরিষদের তরফে ছাত্রছাত্রীদের শালীনতার মাত্রা অতিক্রম না করার পরামর্শ দেওয়া হয়েছে। সাফ জানানো হয়েছে, এহেন আচরণ সমর্থন করা হবে না।