কলকাতা

রবীন্দ্র সরোবরে রোয়িং করার সময় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বোট উলটে মৃত দুই কিশোর

রবীন্দ্র সরোবরে রোয়িং করার সময় ঝড়ের কবলে নৌকো। মৃত্যু হল দুই কিশোরের ৷ নৌকোতে ছিল ৫ জন কিশোর৷ এদের মধ্যে তিন জন সাঁতারে উপরে উঠে আসতে সক্ষম হলেও দুই জন জলে ডুবে যায়। শনিবার ঘটনাটি ঘটে রবীন্দ্র সরোবর থানা এলাকার রবীন্দ্র সরোবর লেকে বিকেল পাঁচটা নাগাদ। মৃত দুই কিশোরের মধ্যে একজন পুষ্পেন সাধুখাঁ ৷ অপরজন সৌরদীপ চট্টোপাধ্যায় । দু’জনেরই বয়স ১৪ ৷ জানা গিয়েছে, শনিবার বিকেলে কালবৈশাখী শুরু হলে পাঁচটা পনের নাগাদ রবীন্দ্র সরোবর লেকে রোয়িং করার জন্য একটি নৌকায় ৫ জন বন্ধু ওঠে । এরপর আচমকাই ঝড় উঠলে, সেটি উলটে যায় ৷ ওই পাঁচ জনের মধ্যে তিন জনকে উদ্ধার করা হয় এবং বাকি দু’জনের কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ ঘটনার খবর পেয়ে লালবাজারের বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে দু’জনের দেহ উদ্ধার ৷ পুষ্পেন সাধুখাঁকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আর সৌরদীপ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।