জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগদান করলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁর তৃণমূল ‘ঘরওয়াপসি’ ঘটল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে, নিজের পুরনো দলে যোগ দিলেন তিনি। সেখানে উপস্থিত ছিল উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব। কলকাতায় এসে এদিন প্রথমে আলিপুরের অভিজাত হোটেলে ওঠেন অর্জুন সিং। সেখান থেকেই বিকেল সাড়ে
চারটে নাগাদ বেরিয়ে তাঁর কনভয় পৌঁছয় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে। এবং তৃণ মূলে যোগ দেন। যে ঘরের ছেলে ছিলাম সেই ঘরে ফিরে এসেছি। তৃণমূলে যোগ দিয়ে প্রথম প্রতিক্রিয়ায় বললেন অর্জুন সিং। এদিন বাংলার বিজেপি নেতৃত্বকেও কটাক্ষ করতে ছাড়েনি অর্জুন সিং । ভুল বোঝাবুঝির জন্য দল ছেড়েছিলাম। এখন সেটা মিটে গিয়েছে। গোটা দেশের সামনে এখন আরও বড় লড়াই। বাংলার বিজেপি নেতার ঠাণ্ডা ঘরে বসে রাজনীতি করেন। এরপর মমতার নেতৃত্বে ভারত জুড়ে বড় আন্দোলন অপেক্ষা করে আছে। অপেক্ষা করুন দেখতে পাবেন।