রাষ্ট্রপতির সফরের আগে শুক্রবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের কানপুর ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শহরের সার্কিট হাউসে পৌঁছনোর আগেই শহরে হিংসা ছড়ায় বলে জানা গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, এক বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এদিন সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর মধ্যে ৷ বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ‘মহম্মদ’কে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন, তাকে কেন্দ্র করেই এদিন হিংসা ছড়ায় ওই এলাকায় ৷