দেশ

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করায় গোয়া থেকে গ্রেফতার করা হল রোদ্দুর রায়কে

সোশ্য়াল মিডিয়ায় লাইভে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা পশ্চিমবঙ্গ সরকারকে অকথ্য ও কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন লেখক রোদ্দুর রায়। হেয়ার স্ট্রিট থানা সহ আরও বেশ কয়েকটি থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। মঙ্গলবার অবশেষে গোয়া থেকে গ্রেফতার করা হল রোদ্দুর রায়কে। রোদ্দুর রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য় ধারায় একাধিক মামলা রয়েছে। হেয়ারস্ট্রিট থানার সাইবার সেলের পুলিশ লেখককে গোয়া থেকে গ্রেফতার করে বলে জানা যাচ্ছে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার নজরুল মঞ্চে কেকে-র শো নিয়ে। নজরুল মঞ্চে শোয়ের পরেই অসুস্থ হয়ে পড়েন কেকে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ুপ হয় তাঁর। নজরুল মঞ্চে সেদিন কেকের সো দেখতে মাত্রাতিরিক্ত মানুষ ভিড় করে। ৭০০০ মানুষের ভিড় এবং তার উপর এসিও বন্ধ ছিল দীর্ঘক্ষণ। বিভিন্ন গাফিলতির প্রশ্ন ওঠে। ফেসবুক লাইভে এসে এমন বিশৃঙ্খলা তৈরির জন্য় পশ্চিমবঙ্গ সরকারের দিকে আঙুল তুলেছিলেন রোদ্দুর রায়। এখানেই শেষ নয়। পাশাপাশি মমতা বন্দ্য়োপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র ও ফিরহাদ হাকিমকেও কুরুচিকর ভাষায় আক্রমণ করেন তিনি। গায়ক রূপঙ্কর বাগচীর মন্তব্য়কে ঘিরেও তিনি বেশ কিছু কথা বলেন। এই লাইভ মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এর পরেই তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়।