কলকাতা

ভবানীপুরে শাহ দম্পতিকে খুনের ঘটনায় গ্রেফতার ৩, সাংবাদিক বৈঠকে জানালেন সিপি

গুজরাটি ব্যবসায়ী দম্পতি খুনের তিন দিনের মধ্যে খুনের কিনারা করল গোয়েন্দারা। ইতিমধ্যে এই খুনে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। কিন্তু এই খুনের ঘটনায় এখনও মূল চক্রী গ্রেফতার হয়নি বলে জানালেন কলকাতার নগরপাল তথা সিপি বিনীত গোয়েল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান পুলিশ কমিশনার। টাকার জন্য এই  খুন বলে জানান পুলিশ কমিশনার। সাংবাদিক বৈঠকে এদিন খুনের মোটিভ ও ধৃতদের পরিচয় খোলসা করেন পুলিশ কমিশনার। সিপি  জানান,  এক জন আত্মীয় শাহ পরিবারর কাছ থেকে ১ লাখ টাকা ধার হিসেবে নিয়েছিলেন। ২০১৯ সালে সেই টাকা ধার নেন ওই ব্যক্তি। আর সেই আর্থিক লেনদেনের কারণে এই খুন হয়েছে। সম্ভবত ওই আত্মীয়ই বাকি আততায়ীদের নিয়ে যান বলেও জানান পুলিশ কমিশনার বিনীত গোয়েল।এদিন তিনি আরও জানান, এই খুনের ঘটনার সঙ্গে বাকি আর যারা যুক্ত রয়েছে তাদের পরিচয় এখনই প্রকাশ করবে না পুলিশ। গ্রেফতার করার পর তাদের পরিচয় প্রকাশ্যে আনবে বলে জানান সিপি। তিনি এ-ও জানান, ইতিমধ্যে যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে এক জনকে সম্প্রতি অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়। মূল চক্রীর পরিচয় এখনই সামনে না আনলেও গ্রেফতারের পর তার পরিচয় প্রকাশ্যে আনা হবে বলে জানান তিনি। ২০১৯ সালে অশোক শাহের কাছ থেকে ১ লাখ টাকা ধার নিয়েছিলেন এই খুনের ঘটনায় মূল অভিযুক্তর ভাই। কোভিড আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ফলে সেই টাকা মেটানোর দায়িত্ব ছিল মূল অভিযুক্তর। কিন্তু ব্যবসায় মন্দার অজুহাত দেখিয়ে ওই ব্যক্তি টাকা ফেরত দেয়নি। এদিকে অশোক শাহ টাকা চেয়ে চাপ দিচ্ছিলেন। এর পর গত সোমবার কথা বলার নাম করে শাহ দম্পতির বাড়িতে আসে অভিযুক্তরা। সেদিন বাড়িতে এসে দম্পতিকে খুন করে তারা। অশোককে ধারাল অস্ত্র দিয়ে কোপায় মূল অভিযুক্ত। পরে তাঁর স্ত্রী রশ্মিতাকে গুলি করে খুন করে। এই ঘটনায় এখনও পর্যন্ত যে তিনজনকে গ্রেফতার করেছে তাদের নাম যথাক্রমে, সুবোধকুমার সিং(৪৫), যতীন মেহতা(৪২) এবং রত্নাকক নাথ (৩৯)। খুনের সময় তারা মূল অভিযুক্তর সহযোগী হিসাবে কাজ করেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।