কলকাতা

পূর্ব বর্ধমানে ‘নন নার্সিং’ বিভাগে চাকরি পাচ্ছেন রেণু খাতুন, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

পূর্ব বর্ধমানে ‘নন নার্সিং’ বিভাগে চাকরি পাচ্ছেন রেণু খাতুন। তাঁর চাকরির সুপারিশ করেছে পশ্চিমবঙ্গ হেল্থ রিক্রুমেন্ট বোর্ড। ইতিমধ্যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। গ্রেড-২-তে নার্সিং বিভাগে পাস করেছিলেন রেণু। ওই গ্রেডেই থাকছেন রেণু। তবে নন নার্সিং বিভাগে নিয়োগ করা হবে তাঁকে। গ্রেড-২ নার্সিং বিভাগের যা বেতন কাঠামো, সেটাই পাবেন রেণু। মাসিক ২৯,৮০০ টাকা বেতন পাবেন রেণু। নবান্নে সাংবাদিকে বৈঠকে জানান মুখ্যমন্ত্রী।