কলকাতা

বিধানসভা থেকে ওয়াকআউট করে বিক্ষোভ বিজেপির

আবারও বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। একই পন্থায় দেখালেন বিক্ষোভ। প্রশাসন হিংসা রুখে দেওয়ার পর তাঁদের প্রশ্ন, কেন অশান্তি রুখতে পদক্ষেপ গ্রহণ করছেন না পুলিশমন্ত্রী? উল্লেখ্য, গত ৪৮ ঘণ্টায় তেমন হিংসার খবর নেই। কড়া পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন কড়া বার্তা। বিজেপি মুখপাত্র নূপুর শর্মার (সদ্য বহিষ্কৃত) বক্তব্যকে কেন্দ্র করেই ছড়িয়েছিল হিংসা। যারা যারা হিংসায় লিপ্ত তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। আজ বিধানসভায় বাদল অধিবেশন চলাকালীন হিংসা প্রসঙ্গ তুলে তীব্র উত্তেজনার সৃষ্টি করেন বিজেপি বিধায়করা। তাঁদের অভিযোগ, পুলিশমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন না হিংসা রুখতে। সেই সঙ্গে তোলেন একাধিক ইস্যু। এরপরেই ওয়াকআউট করেন গেরুয়া শিবিরের বিধায়করা। তারপর বাইরে বসে শুরু করেন বিক্ষোভ প্রদর্শন। উল্লেখ্য, গত ১৩ জুন রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম বলেন, হিংসায় যারা জড়িত তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। জানানো হয়েছে, হিংসায় লিপ্ত ২০০- রও বেশি জনকে গ্রেফতার করা হয়েছে। সাফ বলেন, ‘কাওকে রেয়াত করা হবে না’। ওইদিন বলেন, হিংসার সঙ্গে যুক্ত থাকা সকলের প্রতি কড়া পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্ত ও ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি। জানানো হয়েছে, গ্রেফতার করা হবে আরও বেশ কিছু জনকে। এডিজি বলেছিলেন, ছোট- বড় সব ধরণের ঘটনা ধরেই মামলা করা হচ্ছে। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বলেন, হিংসার ঘটনায় ৪২ টি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে হাওড়াতেই ২৮ টি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এর পেছনে কোনও চক্রান্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ওই দিনের পরেও গ্রেফতার করা হয়েছে আরও বেশ কয়েকজনকে।