বিদেশ

বক্তৃতার মাঝেই গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা চলাকালীন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে ৷ প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে, কেউ বা কারা তাঁকে গুলি করেছে ৷ শুক্রবার তিনি নির্বাচনী প্রচারে ভাষণ দিচ্ছিলেন ৷ সেই সময়ই তাঁকে পিছন দিক থেকে গুলি করা হয় বলে জানা যাচ্ছে ৷ রক্তাক্ত অবস্থায় তিনি মঞ্চেই পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন ৷ জাপান দুনিয়ার অন্যতম নিরাপদ দেশ এবং এখানে বন্দুক ব্যবহার নিয়ন্ত্রিত ৷ এরকম একটি দেশে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্তম্ভিত বিশ্ব ৷ জানা যাচ্ছে, দুর্ঘটনাস্থলে গুলি চালানোর মতোই শব্দ শুনতে পাওয়া গিয়েছে এবং শিনজো আবেকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ নারা মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতাল সূত্রে খবর তাঁর কার্ডিওপালমোনারি অ্যারেস্ট হয়েছে বলে ৷ তাঁকে গুলি করার অভিযোগে এক সন্দেহভাজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে ৷