স্টেশনের আন্ডারপাসে ধস নেমে মৃত্যু হল কমপক্ষে ৪ জন শ্রমিকের ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদে প্রধানখান্তা রেলস্টেশনের কাছে ৷ সেখানে নির্মীয়মান আন্ডারপাসেই এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ এই জায়গাটি ছাতাকুলি গ্রামের কাছে ৷ জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ পূর্ব-মধ্য রেলওয়ের ধানবাদ রেলওয়ে ডিভিশনে কাজ করার সময় হঠাৎ উপর থেকে মাটি ধসে পড়ে ৷ ৬ জন শ্রমিক ধসের নীচে চাপা পড়ে যান ৷ এই দুর্ঘটনায় ৪ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন ৷ আজ সকাল সাড়ে দশটা নাগাদ ২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে । সূত্রে জানা গিয়েছে, রেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে এবং মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা দেওয়া হবে ৷ ধসের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তা রেল আধিকারিকদের জানানো হয় ৷ কিন্তু রাত ১১টার পরে তারা সেখানে পৌঁছয় ৷ দীর্ঘ সময় পেরিয়ে গেলে ডিআরএম আশিস বনসল, আরপিএফ-এর সহকারী কম্যান্ড্যান্ট এবং জিআরপির উচ্চাধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে যান ৷ তাঁরা গ্রামবাসীদের বিক্ষোভের সম্মুখীন হন এবং দুর্ঘটনাস্থলে যেতে বাধা দেওয়া হয় ৷ এতে উদ্ধারকার্যের সময়ও পিছিয়ে যায় ৷ গ্রামবাসীরা ৪ শ্রমিকের মৃত্যুর জন্য রেল কর্তৃপক্ষকেই দায়ী করছেন ৷