তেলেঙ্গানায় পালামুরু রঙ্গারেড্ডিতে একটি সেচ প্রকল্পের কাজের সময় ক্রেনের তার ছিঁড়ে মৃত্যু হল পাঁচ শ্রমিকের ৷ জানা গিয়েছে, নাগারকুর্নুল জেলায় পালামুরু লিফট ইরিগেশন সেচ প্রকল্পের কাজে কিছু সমস্যা দেখা দেয় । শুক্রবার সকালে যখন ক্রেনের সাহায্যে পাম্প হাউসে নামছিলেন কর্নীরা তখন সংশ্লিষ্ট তার ছিঁড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচ শ্রমিকের মৃত্যু হয় । গুরুতর আহত হন আরও এক শ্রমিক । নিহত সকলেইরা বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ।