কলকাতা

মন্ত্রিসভার রদবদলের দিনই পরেশকে মন্ত্রিত্ব থেকে সরাতে এবার হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

মন্ত্রিসভায় আজই রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই দিনই তাঁর সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করল ভারতীয় জনতা পার্টি৷ চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা ।

পরেশ অধিকারী বেআইনি ভাবে নিজের মেয়েকে স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন অভিযোগ ৷ ইতিমধ্যেই তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে অপসারণ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । পাশাপাশি ববিতা সরকার নামে একজনকে বঞ্চিত করে অঙ্কিতাকে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ ৷ সেই ববিতা আদালতের নির্দেশে ইতিমধ্যেই অঙ্কিতার জায়গায় চাকরিতে যোগ দিয়েছেন ৷ ববিতাকে ৪০ মাসের বেতনও ফেরত দিতে অঙ্কিতাকে নির্দেশ দিয়েছে আদালত ৷ এই নিয়ে সিবিআইয়ের জেরার মুখেও পড়তে হয়েছে পরেশ অধিকারীকে ৷ তার পর থেকে তাঁকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবিতে সরব হয়েছে বিরোধীরা ৷ এবার তাঁকে সরানোর দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷