বজরং, সাক্ষীর পর এবার দীপক পুনিয়া। এই নিয়ে গেমসে এখনও পর্যন্ত নয়টি সোনা জিতল ভারত। আজকের দিনটা ভারতীয় কুস্তির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একই দিনে পর পর তিনটি সোনা জিতে ইতিহাসের পাতায় নাম লেখাল ভারত। এদিন পুরুষদের ৮৬ কেজি বিভাগে ফাইনালে নামেন দীপক। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতীয় কুস্তিগীরের প্যাঁচে হেরে যান পাকিস্তানের মহম্মদ ইনাম। শেষ চালে কিস্তিমাত করেন দীপক। পাকিস্তানের মহম্মদ ইনামকে ৩-০ পয়েন্টে হারালেন তিনি। কমনওয়েলথে প্রথম সোনা জিতলেন হরিয়ানার দীপক। তাঁর ঝুলিতে এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো রয়েছে। তার সঙ্গে যোগ হল আজকের পদক। জুনিয়র লেভেল থেকেই কুস্তিতে নিজের রং দেখাচ্ছেন দীপক। জুনিয়র বিশ্ব জুনিয়র কুস্তিতে একবার সোনা জিতেছেন তিনি। এছাড়াও এশিয়ান চ্যাম্পিয়নশিপের দু’বার করে রুপো এবং ব্রোঞ্জ জিতেছেন। অন্যদিকে, এদিন কুস্তিতে আরও একটি পদক আসে। দিভিইয়া কক্রান এদিন টাইগার লিলিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন।