দেশ

জামিনের আবেদন খারিজ, সঞ্জয় রাউতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত

‘পাত্রা চওল’ আর্থিক দুর্নীতি মামলায় ফের জামিন খারিজ হল সঞ্জয় রাউতের । সোমবার তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ২২ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতে থাকবেন সঞ্জয় রাউত। এর আগে দু’দফায় ইডি হেফাজতে ছিলেন উদ্ধব শিবিরের শিবসেনার রাজ্যসভার সাংসদ। প্রসঙ্গত, ৩১ জুলাই টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাঁর বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে বলেও দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত শনিবার এই মামলায় সঞ্জয় পত্নী বর্ষা রাউতকেও ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি।