করোনাকালে গত দুবছর জীবন হাতে নিয়ে কাজ করেছেন পুলিশ কর্মীরা। তাঁদের নিঃস্বার্থ ভাবে কাজের জন্য এবার স্বাধীনতা দিবসে ১২ জন পুলিশ কর্তাকে সম্মানিত করবে রাজ্য সরকার। ১৫ আগস্ট রেড রোডের কুচকাওয়াজে রাজ্য সরকারের তরফ থেকে এই আধিকারিকদের পদক প্রদান করা হবে । এখনও পর্যন্ত যা খবর তাতে আউটস্ট্যান্ডিং এবং কমেন্ডেবল এই দুই বিভাগে পুরস্কৃত করা হবে পাঁচ জন এবং সাতজন আইপিএস আধিকারিককে। আউটস্ট্যান্ডিং বিভাগে যাঁরা পুরস্কৃত হবেন তাঁরা হলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, এ ডিজি সিআইডি আর রাজশেখরণ, সিপি হাওড়া প্রবীণ কুমার ত্রিপাঠী, আইজি বাঁকুড়া রেঞ্জ সুনীল কুমার চৌধুরী এবং ডিসি হেডকোয়ার্টার বিধাননগর দেবস্মিতা দাস । অন্যদিকে কমেন্ডেবল বিভাগে পুলিশ পদক পাচ্ছেন যে ৭ পুলিশ আধিকারিক তাঁরা হলেন ডিআইজি বর্ধমান রেঞ্জ অলোক রাজোরিয়া, ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ রশিদ মুনির খান, আভাড়ু রবীন্দ্রনাথ, ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার, ডিসি সাউথ আকাশ মাঘারিয়া, জয়িতা ঘোষ ও এসপি পূর্ব বর্ধমান কামনাশিস সেন । রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন সূত্রে যেটুকু জানা যাচ্ছে, যে তালিকা নবান্নের তরফ থেকে মঞ্জুর করা হয়েছে, তাতে রয়েছেন ৭ জন রাজ্য পুলিশের অফিসার । তিনজন কলকাতা পুলিশের কর্মরত । একজন করে আধিকারিক হাওড়া এবং বিধাননগর কমিশনারাটে কর্মরত ।
