দেশ

হাইকমান্ডের প্রস্তাবে না, দলের প্রচার কমিটির শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন গুলাম নবি আজাদ

প্রকাশ্যে চলে এল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব।  কংগ্রেস ছাড়ার পথে আরও এক বর্ষীয়াণ অভিজ্ঞ নেতা। কপিল সিব্বলের পর এবার হয়তো গুলাম নবি আজাদ। হাইকমান্ডের প্রস্তাব খারিজ করে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। মঙ্গলবারই তাঁকে জম্মু-কাশ্মীরের প্রচার কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু, মাত্র কয়েকঘণ্টার মধ্যেই সেই পদ থেকে সরে দাঁড়ালেন গুলাম নবি আজাদ। কেবলমাত্র তাই নয়, উপত্যকার পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি থেকেও পদত্যাগ করেছেন তিনি। আজাদ অবশ্য বেশ কয়েক বছর ধরেই বেসুরে বাজচ্ছেন। তবু তাঁকে কাছে টানার অনেক চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। আজাদকে জম্মু-কাশ্মীর কংগ্রেসের বড় পদ দিলেও, তার ঘনিষ্ঠ নেতাকে রাজ্য সভাপতি পদ থেকে সরানোয় ক্ষুব্ধ হন আজাদ। জম্মু এবং কাশ্মীরে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে আজাদ ঘনিষ্ঠ গুলাম আহমেদ মীরকে সরিয়ে দেওয়া হয়।