বিনোদন

ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে এবার শাশ্বত চট্টোপাধ্যায়

বাংলা সিনেমার হাসির জনক ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। আজ ২৬ আগস্ট ভানু বন্দোপাধ্যায়ের ১০১ তম জন্মবার্ষিকী। তাঁর নাম শুনলেই বাঙালির মনে-প্রাণে ভেসে ওঠে, ‘গল্প হলেও সত্যি’, ‘আশিতে আসিও না’, ‘ভানু গোয়েন্দা জহর এ‌্যাসিস্ট‌্যান্ট’, ‘পার্সোনাল এ‌্যাসিস্ট‌্যান্ট’, ‘যমালয়ে জীবন্ত মানুষ’, ‘ভানু পেল লটারি’-র মতো একাধিক বাঙালির নস্ট্যালজিক ছবিগুলি। অভিনেতা ভানু বন্দ্যোপাধ‌্যায়ের স্মৃতি কিন্তু এখনও বাঙালি দর্শকের মনে উজ্জ্বল। তাইতো এদিন ভানু বন্দ্যোপাধ‌্যায়ের স্মৃতি আরো মানুষের মনে জীবন্ত রাখতে পরিচালক সায়ন্তন ঘোষাল নতুন চমক দিলেন। আর এই চমকের জন্যে ভানু বন্দোপাধ্যায়ের জন্মদিনের থেকে ভাল দিন আর কী হয় নাকি! পরিচালক সায়ন্তন ঘোষালের নতুন চমকে রয়েছে আরও একটি চমক। যাঁকে বলে একেবারে ডবল চমক। সায়ন্তনের পরবর্তী ছবি ‘যমালয়ে জীবন্ত ভানু’।হ্যাঁ, ভানু বন্দোপাধ্যায়ের একটি জনপ্রিয় সিনেমা ছিল ‘যমালয়ে জীবন্ত মানুষ’। তারই অনুরূপ কাহিনী নিয়ে আসছে এবার, ‘যমালয়ে জীবন্ত ভানু’। আর এই বিশেষ দিনে ভানু-বেশে ধরা দিলেন কে জানেন? হ্যাঁ, অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ভানু চরিত্র ফুটিয়ে তুলতে তাঁর থেকে বিকল্প বোধহয় আর কেউ নেই। ইতিমধ্যেই ছবি নিয়ে নানারকম পরীক্ষা-নীরিক্ষা শুরু হয়ে গিয়েছে পরিচালকের। এর আগে ‘স্বস্তিক সংকেত’, ‘ইন্দু’র মতো নানা সিনেমা-সিরিজ বাঙালি দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক। এবার ভানু ব্যানার্জিকে নতুনভাবে ফিরিয়ে আনছেন পরিচালক।