আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পরই চলতি বছর প্রায় এক মাস আগে দুর্গোৎসব শুরু হয়েছে রাজ্যে । এই উৎসব দুর্গা পুজোতেই শেষ নয় । লক্ষ্মী পুজো, কালী পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো পরপর রয়েছে । সেই উৎসবের আনন্দে গা ভাসানোর পাশাপাশি দূষণ নিয়ে রাজ্যের মানুষকে সজাগ থাকার আহ্বান জানালেন রাজ্যের পরিবেশ মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া। একইসঙ্গে রাজ্যজুড়ে বিধায়ক, সাংসদ থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানকে চিঠি দিয়ে দূষণ নিয়ন্ত্রণে যাবতীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হবে বলেও তিনি জানান । জনপ্রতিনিধিরা মাইকিং, ক্যাম্প করে সাধারণ মানুষকে বায়ু দূষণ এবং শব্দ দূষণ রোধের জন্য মাত্রাতিরিক্ত হারে বাজি ও ডিজে ব্যবহার না করার জন্য আহ্বান জানাবেন। তবে শুধু জনপ্রতিনিধি নয়, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ থেকে শুরু করে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন, জেলা পরিষদের সমস্ত আধিকারিকদের কাছে চিঠি পাঠানো হবে । উৎসব-আনন্দের মাঝে শিশু ও বয়স্কদের কথা মাথায় রাখে নিয়ন্ত্রিত উচ্ছ্বাস প্রকাশের জন্য সবার কাছে অনুরোধ জানানো হবে ।