খেলা

প্রয়াত প্রাক্তন টেনিস তারকা নরেশ কুমার

প্রাক্তন টেনিস তারকা নরেশ কুমারের জীবনীবসান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তাঁর মৃত্যুতে ভারতীয় টেনিসের এক গৌরবময় অধ্যায়ের অবসান হল । ভারতের টেনিস দুনিয়ার এই উজ্জ্বল নক্ষত্রের জন্ম লাহোরে । ১৯৪৯ সালে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে পৌঁছন নরেশ । ওই বছরই ইংল্যান্ডে অনুষ্ঠিত নর্দান চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠেন তিনি । ওই একই বছরই আরও একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার ফাইনালে ওঠেন তিনি । ১৯৫২ সাল থেকে টানা ৮ বছর ভারতে হয়ে ডেভিস কাপে অংশ নেই টেনিসের এই মহাতারকা । ১৯৫২ এবং ১৯৫৩ সালে আইরিশ চ্যাম্পিয়নশিপেও পদক পান তিনি । ১৯৫৫ সালে উইম্বলডনের চতুর্থ রাউন্ড পর্যন্ত পৌঁছেছিলেন । ১৯৬৯ সালে শেষবার আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশ নেন । একমাত্র টেনিস প্রশিক্ষক হিসেবে পেয়েছেন দ্রোণাচার্য পুরস্কারও । তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টেনিস বিশ্ব।