জেলা

পুজোর আগেই দিঘায় মেরিন ড্রাইভের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দিঘায় মেরিন ড্রাইভের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তমলুকের প্রশাসনিক বৈঠক থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিঘা এখন আন্তর্জাতিক টুরিস্ট স্পট। এছাড়াও তাজপুর পোর্ট হবে। সেখানে অনেক কর্মসংস্থান হবে। নয়াচরে ইকো হাব বানানো হবে। এছাড়াও সোলার পাওয়ারের কাজও হবে। সেখানেও অনেকে কাজ পাবেন। আসলে এই মেরিন ড্রাইভ হল সমুদ্র সৈকতের পাশ দিয়ে দিঘা থেকে কাঁথি পর্যন্ত রাস্তা হয়েছে। মোট ৩০ কিলোমিটার রাস্তা বানানো হয়েছে। ফলে অল্প সময়েই গন্তব্য পৌঁছতে পারবেন পর্যটকেরা। জানা যাচ্ছে, দিঘা থেকে শংকরপুর হয়ে মন্দারমণি পর্যন্ত এই মেরিন ড্রাইভের রাস্তা। ফলে সমুদ্র সৈকতের পাশ দিয়ে সহজেই যাওয়া যাবে। এই রাস্তার ফলে দিঘা, মন্দারমণি দিঘা, মন্দারমণি ও শংকরপুরে পর্যটক বাড়বে বলে আশা করা হচ্ছে।