জেলা

সায়গলকে ইডি হেফাজতে নেওয়ার আবেদন নাকচ করল সিবিআই আদালত

গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ইতিমধ্যেই দিল্লি আদালতে আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সেখান থেকে আবেদন খারিজ হয়ে যায় । এবার আসানসোল সিবিআই আদালতের দ্বারস্থ হলেন ইডির গোয়েন্দারা । মঙ্গলবার ইডির দুই আইনজীবী দেখা করেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর সঙ্গে । কিন্তু আদালত ইডির আবেদন গ্রহণই করেনি বলে খবর মিলেছে সূত্রের তরফে ৷ গরু পাচার মামলায় বর্তমানে আসানসোল সংশোধনাগারে রয়েছেন সায়গল হোসেন । মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে । কিন্তু ইডিও সায়গলকে জেরা করতে চায় । সিবিআই বারবার আদালতে দাবি করেছে যে, সায়গলের প্রভূত সম্পত্তির হদিশ মিলেছে ৷ সেই সূত্রেই সায়গলকে জেরা করতে চায় ইডি ।