আলিপুর মিউজিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী । এদিন তিনি বলেন, সকলের ধর্ম হওয়া উচিৎ ‘মানব ধর্ম’। সেই সঙ্গে তিনি ‘পাঠ’ দিলেন দেশের নেতা কেমন হবে, তারও।মুখ্যমন্ত্রী বলেন, সকলের আলাদা আলাদা ধর্ম থাকে। তবে মানুষ মাত্রই তার ধর্ম হওয়া উচিৎ ‘মানব ধর্ম’। রাজনীতি নিয়ে এদিন বিশেষ বার্তাও শোনা গেল তাঁর মুখে। এদিন তিনি বলেন, নীতিতে বিরোধ থাকতে পারে কিন্তু সম্মান প্রদর্শনে কোনও বিরোধ থাকে না। আরও বলেন, সব ধর্ম-বর্ণ ও জাতি নিয়েই দেশ। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, প্রকৃত নেতা মানে দেশের নেতা। দেশকে যিনি
নেতৃত্ব দিতে পারবেন, তিনিই সর্বোৎকৃষ্ট নেতা। সেই নেতা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের। এরপরেই তিনি রবি ঠাকুরের কথায় বলেন, বিশ্বজোড়া তাঁর দেশ। এই সুন্দর পৃথিবীতে তিনি মানুষ হয়ে জন্ম নিতে পেরেছেন বলে তাঁর গর্ব হয়। তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে ইতিহাসের বিকৃতি ঘটানো হচ্ছে। দাবি করেন, আগামী প্রজন্মকে সত্যিকারের ইতিহাস জানতে না দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এই কারণেই প্রকৃত ইতিহাস তুলে ধরতে সংরক্ষণ জরুরি বলেও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এই কারণেই বিধানসভাতেও সংগ্রহশালা করা হয়েছে। ইতিহাস তুলে ধরতে প্রকাশ্যে আনা হয়েছে নেতাজি সম্পর্কিত ফাইল।