দেশ

ভারতীয় মৎস্যজীবীদের নৌকা লক্ষ করে গুলি পাক নৌ-নিরাপত্তাবাহিনীর

ভারতীয় মৎস্যজীবীদের উপর গুলি চালানোর অভিযোগ উঠল পাক নৌ-নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে ৷ প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার ঘটনাটি ঘটে গুজরাতের কচ্ছের জাখাউ জলসীমান্তে ৷ পাকবাহিনীর গুলিতে ভারতীয় মৎস্যজীবীদের নৌকাটি ফুটো হয়ে যায় ৷ ফলে সেটি ডুবতে শুরু করে ৷ তবে, ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর তৎপরতায় আক্রান্ত ভারতীয় মৎস্যজীবীদের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে ৷ গুলি চালানোর বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে পৌঁছে যায় ভারতীয় উপকূল রক্ষীবাহিনী ৷ সংশ্লিষ্ট নৌকাটিতে মোট আটজন মৎস্যজীবী ছিলেন ৷ তাঁদের সকলকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে নৌকাটি এদিন হামলার শিকার হয়, তার নাম হরসিদ্ধি-৫ ৷ এই নৌকাটি নিয়ে জাখাউ এবং ওখা সংলগ্ন আরব সাগরে মাছ ধরতে গিয়েছিলেন ওই আট মৎস্যজীবী ৷ সেই সময়েই আচমকা তাঁদের নৌকা লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে পাক নৌসেনা ৷