বেঙ্গালুরুতে এবার যানজট থেকে মুক্তির একটি অভিনব উপায় বের করল আরবান এয়ার মোবিলিটি সংস্থা ‘ব্লেড ইন্ডিয়া’। যানজটে ফেঁসে যাননি, এমন মানুষ প্রায় নেই বললেই চলে! অফিসের জরুরি মিটিং মিস করে বসের কাছে ধমক খাওয়া, এয়ারপোর্টে ঠিক সময় পৌঁছতে না পেরে ফ্লাইট মিস করা, স্কুল-কলেজের ক্লাসে দেরি করে ফেলা- এমন হাজারো উদাহরণ তৈরি করে ওই শহরটি প্রায় প্রতিদিন। বিশেষজ্ঞদের মতে, ৩৬৫ দিনে, বেঙ্গালুরুর এক জন সাধারণ যাত্রী রাস্তায় যানজটে সময় ব্যয় করেন প্রায় ১০ দিন ৩ ঘণ্টা। তবে, এবার যানজট থেকে মুক্তির একটি অভিনব উপায় বের করেছে আরবান এয়ার মোবিলিটি সংস্থা ‘ব্লেড ইন্ডিয়া’। তারা বেঙ্গালুরু বিমানবন্দর এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) বিমানবন্দরের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালু করতে চলেছে ১০ অক্টোবর থেকে। মূল লক্ষ্য, যানজটে ফেঁসে যাওয়া মানুষদের যথাসময়ে কাঙ্ক্ষিত স্থানটিতে পৌঁছে দেওয়া। জানা গিয়েছে, এইচ১২৫ ডিভিজি এয়ারবাস হেলিকপ্টারে পাঁচ জন যাত্রী একসঙ্গে যাত্রা করতে পারেন। গাড়িতে যে পথে ২ ঘণ্টারও বেশি সময় লাগত, হেলিকপ্টার পরিষেবা চালু হওয়ার পর সেই পথ যেতেই যাত্রীদের সময় লাগবে মাত্র ১২ মিনিট। টিকিটের মূল্য বাবদ যাত্রীদের দিতে হবে ৩ হাজার ২৫০ টাকা, তার উপর কিছু করও দিতে হবে যাত্রীদের। তবে, যানজট এড়াতে তৈরি এই পরিষেবাটি আদতে কতটা উপকারে লাগবে মানুষের, তা বলবে সময়ই।