আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজয়া সম্মিলনী উপলক্ষে উত্তীর্ণতে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় এজেন্সি প্রসঙ্গে, মন্তব্য করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রে থাকা বিজেপি সরকারের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা ,আজ ক্ষমতায় আছো বলে এজেন্সি দিয়ে সবকিছু কন্ট্রোল করছ। কিন্তু কাল যখন ক্ষমতায় থাকবে না তখন এই এজেন্সি তোমার কথায় চলবে না। তিনি বলেন,’আজকে ক্ষমতায় আছো বলে, এজেন্সিকে কন্ট্রোল করছো। কিন্তু মনে রাখতে হবে, কাল যখন ক্ষমতায় থাকবে না, তখন এজেন্সি তোমার ঘরে ঢুকে তোমার দুটো কান মুলে দেবে’। এদিন মুখ্যমন্ত্রী রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল প্রসঙ্গ টেনে বলেন, কলকাতা শহরে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল হয় ,আবার ঈদের নামাজ পড়া হয়। অথচ এ নিয়ে কেউ কেউ আদালতে গিয়েছিল। মনে রাখতে হবে, এটি এমন একটি রাজ্য, যেখানে বকরি ঈদ ও দুর্গাপুজো একসঙ্গে পালিত হয়। বাংলা ভাষার সঙ্গে যুক্ত নয় বা মাতৃভাষা বাংলা নয় এরকম বহুজন বিজয়া সম্মিলনীতে উপস্থিত আছেন বলে মুখ্যমন্ত্রী বলেন জয়েন থেকে গুজরাটি বিহার থেকে ইসাইল হিন্দু-মুসলিম শেখ সকলেই মিলেই দুর্গাপুজোর উৎসবে মিলিত হন একসঙ্গে। তার যে বইগুলি রয়েছে সেগুলো আগামী দিন জৈন,পাঞ্জাবি ভাষায় যদি কেউ অনুবাদ করতে চায়, তিনি তাতে আগ্রহী বলে, এদিন মঞ্চ থেকে বার্তা দেন। মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন,গত পয়লা সেপ্টেম্বর থেকেই পুজোর বাজনা বেজে গিয়েছিল। ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে সম্মানিত করার পর সারা বাংলা, সারা দেশ তথা সারা বিশ্বে যেভাবে আনন্দ ছড়িয়ে পড়ে তাতে তিনি অভিনন্দন জানাচ্ছেন। এই পশ্চিমবঙ্গে একদিকে যেমন আদিবাসীদের উৎসব, করম পুজা, বিরসা মুন্ডার জন্মদিন, রঘুনাথ মির্ধার জন্মদিন পালন হয়, তেমনি বড়দিন উপলক্ষে আলো দিয়ে সাজানো হয় শহর। আগামী দিন কালীপুজো, ছট পুজো সুষ্ঠভাবে এবং ভালোভাবে করার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কালী পুজো করতে হবে ধুমধাম করে । তবে আতশবাজির ওপর কন্ট্রোল রেখে। মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, বিজয়া সম্মিলনীতে আসতে তার একটু দেরি হয়ে গেল ,তার কারণ তিনি আসার পথে রাজভবনে গিয়েছিলেন। রাজ্যপাল এর আগে অসুস্থ ছিলেন, তাই তার সাথে পুজোর সময় দেখা হয়নি । তাই তিনি রাজভবনে বিজয়ার শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। এদিন বক্তব্যর শেষে মুখ্যমন্ত্রী মঞ্চে উপস্থিত রাজ্যের পর্যটনমন্ত্রী তথা বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়কে গান শোনানোর জন্য বলেন। মুখ্যমন্ত্রী এদিন বিজয়া সম্মিলনীতে বক্তব্য পেশ করার আগে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য পেশ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।