রেল স্টেশনের ফুটওভার ব্রিজে ভিড় জমতে দেওয়া যাবে না। আসন্ন কালীপুজো- দীপাবলি, ভাইফোঁটা এবং গোবর্ধন উৎসবকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের জিআরপি বা রেল পুলিসকে ঠিক এই ভাষাতেই সতর্ক করল আরপিএফ। রেল পুলিসের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে। এই উৎসবের মরশুমে বিপুল সংখ্যক যাত্রী দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রেনে যাতায়াত করে থাকেন। ফলে স্টেশনগুলিতে অত্যধিক যাত্রী সমাগম হয়। সেকথা মাথায় রেখেই আগাম এই সতর্কবার্তা। আরপিএফের আইজি ১৫ অক্টোবর পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের রেল পুলিসের ডিজিপিদের সতর্ক করেছেন। এই সতর্কবার্তায় বলা হয়েছে, এই সময়ে ফুটওভার ব্রিজে ভিড় জমতে দেওয়া যাবে না। পাশাপাশি, ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি যাতে না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে।