দেশ

রোপওয়ে প্রকল্পে ছাড়পত্র দিল ন্যাশনাল ওয়াইল্ড লাইফ বোর্ড, এবার ২৫ মিনিটে কেদারনাথ!

সোনপ্রয়াগ থেকে কেদারনাথ। স্বপ্নের রোপওয়ে প্রকল্পে ছাড়পত্র দিল ন্যাশনাল ওয়াইল্ড লাইফ বোর্ড। প্রকল্প রূপায়িত হলে ৮ ঘণ্টার পথ পেরনো যাবে মাত্র ২৫ মিনিটে। সোনপ্রয়াগ থেকে ১৮ কিমি পথ খচ্চর পিঠে চেপে বা পায়ে হেঁটে যেতে হয় কেদারনাথ মন্দিরে।  চলতি বছরের জুনে উত্তরাখণ্ড সরকারের রোপওয়ে নির্মাণের প্রস্তাব স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ডে অনুমোদিত হয়েছিল। তারপর তা ন্যাশনাল ওয়াইল্ড লাইফ বোর্ডের কাছে পাঠানো হয়। ১২ কিমি দীর্ঘ এই প্রকল্পের আনুমানিক খরচ ১ হাজার ২৬৮ কোটি টাকা। এই প্রকল্পের জন্য ২৬.৪৩ হেক্টর বনভূমি রাজ্য সরকারকে হস্তান্তরিত করতে হবে।

প্রতীকী ছবি।