ডেঙ্গি সংক্রমণ প্রতিরোধ নিয়ে ফের আসরে নামতে হল নবান্নকেই। শনিবার প্রতিটি জেলার জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্য সচিব। সেই বৈঠকেই লাগাতার ডেঙ্গি সংক্রমণ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি কয়েকটি জেলাকে বিশেষভাবে সতর্ক করেন শনিবারের বৈঠকে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি-সহ কয়েকটি জেলা মুখ্যসচিবের প্রশ্নের মুখে পড়ে। এই জেলাগুলিতে ডেঙ্গি সংক্রমণ কেন লাগাতার বাড়ছে তা নিয়ে প্রশ্ন করা হয়। সংক্রমণ কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করারও নির্দেশ দেওয়া হয় জেলা গুলিকে।