দেশ

আজ নিগমবোধ ঘাটে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্য

গতকাল বিকেলেই এইমস থেকে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দেহ তাঁর কৈলাশ কলোনির বাসভবনে নিয়ে যাওয়া হয়। আজ সকাল ১০টা নাগাদ তাঁর দেহ নিয়ে যাওয়া হয় বিজেপির সদর দফতরে। সেখানে তাঁর দেহ দুপুর ২টো পর্যন্ত শায়িত থাকবে।

সেখানে বিজেপি নেতা-কর্মী-সহ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এরপর দুপুর ২টোর পর তাঁর জেটলির দেহ বিজেপির সদর দফতর থেকে নিয়ে যাওয়া হবে নিগমবোধ ঘাটে। সেখানেই বিকেল ৪টে নাগাদ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে অরুণ জেটলির।