মেয়াদ শেষের আগেই বিলকিস বানো মামলায় দোষীদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা। মামলা রুজু করেছে ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডিয়ান ওম্যান। শুনানি হবে বিচারপতি অজয় রাস্তোগি এবং বিচারপতি সিটি রবিকুমারের ডিভিশন বেঞ্চে। স্বাধীনতা দিবসের দিন গুজরাত সরকার বিলকিস বানো মামলায় ১১জন দোষীকে সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই মুক্তি দেয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে যেমন ক্ষোভ প্রকাশ করে বিলকিস বানোর পরিবার, ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সুশীল সমাজকেও। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আগেও একটি মামলা দায়ের হয়। সর্বোচ্চ আদালত গুজরাত সরকারের কাছে জবাব চেয়ে পাঠায়। রাজ্য সরকারের তরফ থেকে আদালতকে বলা হয়, জেলে ভদ্র আচরণের জন্য বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে, কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, যা কিছু হয়েছে তা আইন মেনেই। তিনি আরও বলেন, ‘সরকার এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা যখন সিদ্ধান্ত নিয়েছে, তখন আমি এতে ভুল কিছু খুঁজে পাই না কারণ এটি আইনের একটি প্রক্রিয়া।’ সাজার মেয়াদ শেষের আগেই দোষীরা মুক্তি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল বম্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ইউডি সালভিকেও। প্রশ্ন তোলেন গুজরাত সরকারের ভূমিকা নিয়েও।