সল্টলেকের বৈশাখী পুরোনো মাছ বাজারের একাংশ ভেঙে পড়লো । প্রায় ২০ -২২ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।যার নিচে চাপা পরে আহত হন প্রায় পাঁচ থেকে ছয় জন মাছ ব্যবসায়ী। ঘটনাটি ঘটে সল্টলেকের বৈশাখী পুরোনো বাজারে। আহতদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বৃষ্টি ও হাওয়ার দাপটের কারণে এই ঘটনা বলে প্রাথমিভাবে অনুমান। বৈশাখী বাজারের সম্পাদক শুভঙ্কর দত্ত জানান, যে জায়গায় অংশটি ভেঙে পড়ে সেখানে মোট ২৫ টি মাছের দোকান ছিল ।৫জন মাছ ব্যবসায়ী কোনভাবে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন। তাও তাদের হাতেও পায় চোট লেগেছে।