কলকাতা

বানতলায় লেদার কমপ্লেক্সে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন

বানতলায় লেদার কমপ্লেক্সে  বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনা বানতলা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসেছে দমকলের প্রায় ১৬টি ইঞ্জিন। দুপুর ৩টে নাগাদ বানতলা’র একটি লেদার কারখানা থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপরেই বোঝা যায় ৫ তলা ওই বিল্ডিংয়ে আগুন লেগেছে। আতঙ্কিত হয়ে কর্মীরা ছাদে উঠে যান। অন্যদিকে, ভয়াবহ এই দুর্ঘটনার পরেই খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল বাহিনী সহ ১৬টি ইঞ্জিন। উপস্থিত হয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসুও। তিনি খতিয়ে দেখছেন পরিস্থিতি। দমকল সূত্রে খবর, হাইড্রোলিক ল্যাডার দিয়ে আগুন নেভানো এবং উদ্ধারকাজ চলছে। উদ্ধারপর্ব চলেছে দড়ি দিয়েও। ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে প্রায় ১১ জনকে। আগের তুলনায় আগুনের লেলিহান শিখাকে কিছুটা উদ্ধার করা গেলেও সম্পূর্ণ ভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। ভায়াবহ দুর্ঘটনা এড়াতে সংলগ্ন অঞ্চল খালি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং পথচারী ও ব্যবসায়ীদের সরানো হয়েছে নিরাপদ দূরত্বে। সূত্রের খবর, তৃতীয় তলেও ছড়িয়ে পড়েছে আগুন।