খেলা

টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে দিল আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড- ১৫৭ (১৯.২ ওভার)
ইংল্যান্ড-১০৫/৫
ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে আয়ারল্যান্ড জয়ী ৫ রানে

বিশ্বকাপের মঞ্চে বারবার অঘটন ঘটিয়েছে আয়ারল্যান্ড। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে চমকে দিয়েছিল আইরিশরা। এরপর ওয়ানডে, টি-২০ বিভিন্ন ফর্ম্যাটের বিশ্বকাপে আয়ারল্যান্ড বারবার অঘটন ঘটিয়েছে। এবার মূল পর্বে ইংল্যান্ডকে হারাল আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৫৭ রান করে আয়ারল্যান্ড। বৃষ্টির জেরে খেলা যখন বন্ধ হয় তখন ইংল্যান্ডের রান ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১০৫। তখনও জয়ের জন্য ৩৩ বলে ৫৩ রান করতে হত ইংল্যান্ডকে। কিন্তু বৃষ্টির কারণে আর খেলা শুরু করা গেল না। এর পরেই ঘোষণা করা হয় ডাক ওয়ার্থ লুইস নিয়মে ৫ রানে জয়ী আয়ারল্যান্ড।

বিশ্বকাপে আয়ারাল্যান্ডের অঘটন–

২০০৭ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়, কিংস্টন

পাকিস্তান-১৩২
আয়ারল্যান্ড-১৩৩/৭
আয়ারল্যান্ড জয়ী ৩ উইকেটে

ম্যাচের সেরা-নিল ও’ব্রায়েন
———-
২০১১ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে, বেঙ্গালুরু
ইংল্যান্ড ৩২৭/৮
আয়ারল্যান্ড ৩২৯/৭
আয়ারল্যান্ড জয়ী ৩ উইকেটে
ম্যাচের সেরা-কেভিন ও’ব্রায়েন (৬৩ বলে ১১৩ রান)

২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, নেলসন
ওয়েস্ট ইন্ডিজ-৩০৪/৭
আয়ারল্যান্ড-৩০৭/৬
আয়ারল্যান্ড জয়ী ৪ উইকেটে
ম্যাচের সেরা-পল স্টির্লিং (৯২ রান)
————-
২০২২ টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, বেলেয়ারভে ওভাল
ওয়েস্ট ইন্ডিজ-১৪৬/৫
আয়ারল্যান্ড-১৫০/১
আয়ারল্যান্ড জয়ী ৯ উইকেটে

————- 
২০২২ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে, মেলবোর্ন 
আয়ারল্যান্ড- ১৫৭ (১৯.২ ওভার)
ইংল্যান্ড-১০৫/৫
ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে আয়ারল্যান্ড জয়ী ৫ রানে