মহাকাশ গবেষণা ও সৌরশক্তি নিয়ে অসাধারণ কাজ করছে ভারত। দেশের এই কৃতিত্ব তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। রবিবার ৯৪তম ‘মন কি বাত’-এর অনুষ্ঠানে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র বা ইসরোর সাফল্যকে ‘দীপাবলির উপহার’ হিসেবে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায় ‘যেদিন থেকে এদেশের মহাকাশক্ষেত্র তরুণদের জন্য খুলে দেওয়া সম্ভব হয়েছে, তখন থেকেই বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ভারত মহাকাশে একসঙ্গে ৩৬টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে। এটাই দীপাবলিতে দেশের তরুণদের প্রতি উপহার। গোটা বিশ্বই ভারতের এই সাফল্য দেখে অভিভূত।’ তিনি মনে করেন, এই ধরনের গবেষণায় দেশ যত সাফল্য অর্জন করবে, ততই দেশ স্বনির্ভর হয়ে উঠবে। ২০৪৭ সালের মধ্যে উন্নয়শীল দেশের তকমা ঝেড়ে ফেলে উন্নত রাষ্ট্রের তকমা অর্জন করতে হবে। সেজন্য সবাইকে একত্রিত হয়ে চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। মোদির কথায়, মোধেরার গ্রামে প্রায় প্রত্যেক বাড়িতে সৌরবিদ্যুতের ব্যবহার হচ্ছে। সেখান থেকে উপার্জন হচ্ছে। এদিন ছটপুজোর মাহাত্ম তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন, ছটপুজো ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর উদাহরণ।