কলকাতা

এবার থেকে দুয়ারে সরকারেই জানানো যাবে অভিযোগ

গত ১ নভেম্বর থেকে আবারও শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ । চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে আরও উদ্যোগী হল রাজ্য সরকার। উল্লেখ্য, সম্প্রতি একাধিক নয়া পরিষেবা চালু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে। জানা গেছে, এবার থেকে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পেই। আর সমস্ত সমস্যার সমাধান করা হবে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই। উল্লেখ্য, এবারে ক্যাম্প থেকেই মিলছে বিদ্যুৎ ও পাট্টা পরিষেবা। শুধু তাই নয়, ক্যাম্পে বিদ্যুৎ বিলের বকেয়া টাকা জমা দিলে ছাড় মিলতে পারে ৫০ শতাংশ পর্যন্ত। কৃষি ও সেচ বিদ্যুতেও মিলছে বিশেষ ছাড়। এমনকি এবারে বিশেষ সুবিধা মিলছে ‘ই-রেশন কার্ড’। অনলাইনেই হবে ভেরিফিকেশন। নয়া একাধিক পরিষেবার পরে এবার যুক্ত হল ‘অভিযোগ পরিষেবা’। সরাসরি বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ জানানো যাবে এই ক্যাম্প থেকেই।