দেশ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিনের বাসভবনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিনের বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরের বিমানেই চেন্নাই পৌঁছন মমতা। তামিলনাড়ু পৌঁছেই সে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় চেন্নাইয়ে স্ট্যালিনের বাড়িতে দুই নেতার বৈঠক হয়। সেখানে হাজির ছিলেন, স্ট্যালিনের বোন, সাংসদ কানিমোজি, ছেলে উদয়নিধি এবং ডিএমকে নেতা টিআর বালু। বৈঠকের পরে দুই মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি চেন্নাই এসেছি পশ্চিমবঙ্গের রাজ্যপালের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে। স্ট্যালিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলাম। ও আমার ভাইয়ের মতো। চেন্নাইয়ে এসে ওর সঙ্গে দেখা করব না, তা কি হয়! এখানের চা খুব বিখ্যাত। দু’জনে চা খেলাম।’’ কিন্তু আগামী লোকসভা ভোটে দেশ জুডে় বিরোধী ঐক্যের জল্পনার আবহে এই সাক্ষাৎ কি শুধুই সৌজন্য? এ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘দু’জন রাজনীতির মানুষের দেখা হলে রাজনীতির কথা তো হবেই। উন্নয়নের কথাও হল।’’