বিদেশ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি, আহত ৪

 ওয়াজিরাবাদের পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পাক পঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের জাফর আলি খান চকে একটি এসইউভিতে সওয়ার ইমরান তাঁর সমর্থকদের উদ্দেশে লং মার্চে যোগদানের আবেদন জানাচ্ছিলেন। সে সময় এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সেখানে ফ্রিডম র‌্যালি করার সময়ে ইমরানকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান

খান। জানা গিয়েছে, গুলি ইমরানের ডান পায়ে লেগেছে। ঘটনায় ইমরান ছাড়াও আরও ৪জন আহত হয়েছেন। ইমরান ছাড়াও গুলি বিদ্ধ হয়েছেন আপ্ত সহায়ক সহ আরও ৪ জন । ঘটনার পরেই সঙ্গে সঙ্গে ইমরন খানকে একটু বুলেট প্রুফ গাড়িতে স্থানান্তরিত করা হয়। আহত প্রাক্তন প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য লাহোরে আনা হচ্ছে। হামলার ঘটনার পিছনে কোনও জঙ্গি সংগঠন জড়িত বলে প্রাথমিক ভাবে মনে করছে পাক পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, এই হামলাকারির পিছনেই ছিলেন বছর ৩০-এর এক যুবক। তিনি আততায়ীর বন্দুক

ধরা হাতটি টেনে নেন । লক্ষ্যভ্রষ্ট হয় ৬ রাউন্ড গুলি। এই গোটা ঘটনার ফুটেজ ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। বর্তমানে এই যুবক পাকিস্তানের ‘হিরো’! সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, হামলাকারীর হাতে বন্দুক, বন্দুকটির নল আকাশের দিকে তাগ করা। কারণ পিছন থেকে তাঁর বন্দুক ধরা হাতটি টেনে ধরেছেন ওই যুবক। তাঁর পরণে লাল-সাদা-নীল একটি টি-শার্ট। তবে যুবকের নাম বা পরিচয় এখনও পাকিস্তানের কোনও সংবাদমাধ্যম প্রকাশ্যে আনেনি। পাকিস্তানের জিও টিভি সূত্রে জানা গিয়েছে, ওই বন্দুক থেকে মোট ছ’রাউন্ড গুলি চলেছে তবে  লক্ষ্যে লাগেনি।