দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে শ্রম মন্ত্রকের মাধ্যমে কোটি কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির অভিযোগ অনুযায়ী, আপ দুই লক্ষ শ্রমিকের জাল নিবন্ধন করেছে। বিজেপি মুখপাত্র অভিযোগ করে বলেছেন আপনি শ্রমিকের টাকা খাচ্ছেন আর শ্রমিকদের পাঁচ হাজার টাকা দিচ্ছেন। বর্তমানে দিল্লিতে দূষণের মাত্রা গুরুতর বিভাগে রয়েছে। দিল্লির কিছু এলাকায় বাতাসের মানের সূচক ৫০০ ছাড়িয়েছে। দূষণের কারণে পরিস্থিতির অবনতি হওয়ায় দিল্লিতে নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। দূষণ কমাতে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই কারণে বিপুল সংখ্যক শ্রমিক কাজ পাচ্ছেন না। এই সমস্যার পরিপ্রেক্ষিতে কেজরিওয়াল সরকার শ্রমিকদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করে। কিন্তু এখন আপ সরকারের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ তুলেছে বিজেপি।