বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ড। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে গত টি ২০ বিশ্বকাপের রানার-আপরা। স্ট্রাইক নিয়ে সমালোচনার জবাব দিয়ে সেমিফাইনালের আগেই চেনা ছন্দে ফিরলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ৩৫ বলে সর্বাধিক ৬১ রান করে তিনি আউট হন। তাঁর ইনিংসে রয়েছে পাঁচটি চার ও তিনটি ছয়। আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০ বলে ৪০ করেছিলেন উইলিয়ামসন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৩ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮ রান করেছিলেন। এদিন ফিন অ্যালেন ১৮ বলে ৩২, ডেভন কনওয়ে ৩৩ বলে ২৮, গ্লেন ফিলিপস ৯ বলে ১৭ রান করেন। জিমি নিশাম ও মিচেল স্যান্টনার সাজঘরে ফেরেন গোল্ডেন ডাক (১ বলে ০) নিয়ে। ২১ বলে ৩১ রানে অপরাজিত থাকেন ড্যারিল মিচেল। ২ বলে ১ রানে অপরাজিত থাকেন টিম সাউদি। ১৯তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে তিনি পরপর আউট করেন কেন উইলিয়ামসন, জিমি নিশাম ও মিতেল স্যান্টনারকে। ৪ ওভারে ২২ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেছেন লিটল। চার ওভারে ৩০ রান দিয়ে দুটি উইকেট গ্যারেথ ডেলানির। মার্ক অ্যাডায়ার ৪ ওভারে ৩৯ রানের বিনিময়ে একটি উইকেট সংগ্রহ করেছেন। জবাবে খেলতে নেমে শুরুটা খারাপ না করলেও কখনও মনেই হয়নি আয়ারল্যান্ড এই ম্যাচ জিততে পারে। ওপেনিং জুটি ভাঙে ৮.১ ওভারে ৬৮ রানে। স্কোরবোর্ডে পাঁচ রান যোগ হওয়ার আগে আরও ২টি উইকেট হারায় আইরিশরা। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে অ্যান্ডি বালবির্নির দল। দুই ওপেনার পল স্টার্লিং ৩টি চার ও একটি ছয়-সহ ২৭ বলে ৩৭ এবং বালবির্নি তিনটি ছক্কা-সহ ২৫ বলে ৩০ রান করেন। জর্জ ডকরেল ১৫ বলে ২৩ রান করেন। আয়ারল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৫০ রান।