জেলা

মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, পদত্যাগ দাঁইহাট পুরসভার চেয়ারম্যানের

মহকুমা শাসকের হাতে ইস্তফাপত্র তুলে দিলেন দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডল। শুক্রবার দুপুর ১২টার আগেই মহকুমা শাসকের অফিসে চলে এসেছিলেন তিনি, কিন্তু মহকুমা শাসক না থাকায় তিনি ফিরে যান, এরপর আবার গিয়ে ইস্তফাপত্র জমা দিয়ে আসেন। বৃহস্পতিবারই বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, ইস্তফা দেবেন শিশির মণ্ডল। অভিযুক্ত শিশির মণ্ডলের বিরুদ্ধে চাকরি চাওয়ায় এক তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল, সকালে সব কাউন্সিলরের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল জেলা সভাপতি। বৈঠকে উপস্থিত ছিলেন অভিযুক্ত দাঁইহাট পুরসভার চেয়ারম্যানও। নতুন পুরপ্রধান কে হবেন, তা নিয়ে আজই বৈঠক করবে তৃণমূল। প্রসঙ্গত, এক মহিলাকে অশ্লীল কথাবার্তা বলা এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল শিশির মণ্ডলের বিরুদ্ধে। এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়ে পড়েছিল। যদিও বঙ্গনিউজ ডিজিটাল তার সত্যতা যাচাই করেনি। কিন্তু ওই ভিডিয়ো নিয়ে স্পষ্টতই অস্বস্তিতে পড়ে জেলা তৃণমূল নেতৃত্ব। আগামী বছরের গোড়াতেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে শিক্ষক নিয়োগ, গরুপাচার দুর্নীতি, গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে চাপে শাসকদল। তার মধ্যে এই ঘটনা। পদক্ষেপ নিতে দেরি করেনি জেলা তৃণমূল নেতৃত্ব।