ক্ষুদ্রশিল্পের বিকাশের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা শিল্প এলাকায় ক্লাস্টার নির্মাণের ওপর অনেক আগে থেকেই জোর দিয়েছেন। এবার সেই পথে হাঁটা দিয়ে রাজ্যের ক্ষুদ্র শিল্প দফতর জানিয়ে দিল তাঁরা নদিয়া(Nadia) জেলার কৃষ্ণনগর শহরের বুকে ঘূর্ণি এলাকাতে ক্লাস্টার নির্মাণ করতে চলেছে। আর সেই ঘোষণাটা হল এমন একটা সময়ে যখন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া জেলা সফরে গিয়েছেন। স্বাভাবিক ভাবেই এই বিষয়টিতে এখন খুশির হাওয়া বইছে ঘূর্ণির পটুয়া-কুমোর পাড়ার শিল্পীদের মধ্যে। আগামিদিনে এই ক্লাস্টার চালু হলে সেখানে এই শিল্পের সঙ্গে জড়িত অনেকেই যে কাজ পাবেন সেটা ভেবেই তাঁরা বেশি খুশি। একই সঙ্গে ঘূর্ণির পুতুল আরও বেশি সংখ্যায় বিদেশে রফতানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেল। একই সঙ্গে এদিন অর্থাৎ বৃহস্পতিবার রানাঘাটে প্রশাসনিক বৈঠকের সভা থেকে হুগলি জেলার গুড়াপে একটি পাওয়ারলুম প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, এদিন রানাঘাটে প্রশাসনিক বৈঠক থেকে ৯৬টি অত্যাধুনিক এয়ারজেট পাওয়ারলুমের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির গুড়াপে এই পাওয়ারলুমগুলি বসানো হয়েছে। এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ১ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে। প্রায় ৩৫ কোটি টাকা খরচে গড়ে তোলা এই প্রকল্পে পোশাকের জন্য প্রায় দেড় কোটি কাপড়জাত পণ্য উৎপাদিত হবে। রাজ্যের প্রায় ১.১৭ কোটি স্কুল পড়ুয়াকে ইউনিফর্ম দেয় সরকার। তার জন্য পর্যাপ্ত কাপড় এ রাজ্যেই উৎপাদন করতে পাওয়ারলুম বসানোর উদ্যোগ বলে জানা গিয়েছে। পাওয়ারলুমের মেশিনের দামের ২০ শতাংশ টাকাও প্রদান করছে রাজ্য। আরও প্রায় ২০০টি পাওয়ারলুম বসানো হবে বলে জানা গিয়েছে।