পুজো

কার্তিক পুজোর সময়সূচি 

শিব এবং পার্বতীর পুত্র হল কার্তিক। পৌরাণিক দেবতা কার্তিক, হিন্দু যুদ্ধ দেবতা। সদ্য বিবাহিত দম্পতিদের সন্তান কামনায় কার্তিক পুজোর রীতি হলেও কার্তিক যে শুধু সন্তান দাতা দেবতা তা কিন্তু নয়। কার্তিক পুজোয় যেমন সন্তান লাভ হয় তেমনই ধন লাভ এবং সংসারের শ্রীবৃদ্ধি লাভও হয়। অর্থাৎ কার্তিকের আরাধনায় সংসারের সদস্য বৃদ্ধির সহিত ধন সম্পত্তিরও বৃদ্ধি হয়। বাংলার কার্তিক মাসের সংক্রান্তিতে (মাসের শেষ দিন) কার্তিক পুজোর রীতি। আগামী ১৬ নভেম্বর বাংলার ৩০ কার্তিক সোমবার কার্তিক পুজো।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে কার্তিক পুজোর দিনক্ষণ

বাংলা ৩০ কার্তিক, সোমবার, ১৪২৭।

ইংরেজি ১৬ নভেম্বর, ২০২০।

বিকেল ৪টে ৪৯ মিনিট থেকে রাত ৬টা ২৩ মিনিটের মধ্যে।

বিষ্ণুপদী সংক্রান্তি (বৃশ্চিকে রবি সংক্রমণ) সকাল ৬টা ৫৪ মিনিট।