বিদেশ

৩ হাজার ভারতীয়ের ভিসা মঞ্জুর করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

৩ হাজার ভারতীয় পেশাদার কর্মীদের ভিসায় ছাড়পত্র দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রত্যেক বছরই উক্ত সংখ্যক ভারতীয় পেশাদারকে ভিসা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। ৩ হাজার কমবয়সি পেশাদার ভারতীয়কে প্রতি বছর ভিসা দেবে ইংল্যান্ড। সেই ভিসা নিয়ে সে দেশে গিয়ে সর্বোচ্চ দু’বছর থাকতে এবং কাজ করতে পারবেন তাঁরা। এই সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর অফিস সূত্রে টুইট করে জানানো হয়েছে, “আজ ইংল্যান্ড-ভারত কমবয়সি পেশাদার প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হল। এর ফলে ১৮ থেকে ৩০ বছর বয়সি তিন হাজার পেশাদার ভারতীয় নাগরিক ইংল্যান্ডে এসে দু’বছর পর্যন্ত থাকতে এবং কাজ করতে পারবেন।” এদিন বালিতে জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন ঋষি। তারপরই এই সিদ্ধান্তকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।